৬৯ সূরাঃ আল-হাক্কাহ | Al-Haqqa | سورة الحاقة - আয়াতঃ ১
৬৯:১ اَلۡحَآقَّۃُ ۙ﴿۱﴾
الحآقۃ ﴿۱﴾

অবশ্যম্ভাবী ঘটনা (কিয়ামত)। আল-বায়ান

নিশ্চিত সংঘটিতব্য বিষয়, তাইসিরুল

সেই অবশ্যম্ভাবী ঘটনা। মুজিবুর রহমান

The Inevitable Reality - Sahih International

১. সে অবশ্যম্ভাবী ঘটনা,

-

তাফসীরে জাকারিয়া

(১) সেই অবশ্যম্ভাবী ঘটনা। [1]

[1] الحَاقَّةُ কিয়ামতের নামসমূহের অন্যতম নাম। এই দিনে আল্লাহর নির্দেশ বাস্তবায়িত হবে এবং এ দিনও বাস্তবে সংঘটিত হবে। এই জন্য এটাকে الحَاقَّةُ নামে আখ্যায়িত করা হয়েছে।

তাফসীরে আহসানুল বায়ান