৫৬ সূরাঃ আল-ওয়াকিয়া | Al-Waqi'a | سورة الواقعة - আয়াতঃ ৯০
৫৬:৯০ وَ اَمَّاۤ اِنۡ كَانَ مِنۡ اَصۡحٰبِ الۡیَمِیۡنِ ﴿ۙ۹۰﴾
و اما ان كان من اصحب الیمین ﴿۹۰﴾

আর সে যদি হয় ডানদিকের একজন, আল-বায়ান

আর যদি সে ডান দিকের একজন হয় তাইসিরুল

আর যদি সে ডান দিকের একজন হয় – মুজিবুর রহমান

And if he was of the companions of the right, Sahih International

৯০. আর যদি সে ডান দিকের একজন হয়,

-

তাফসীরে জাকারিয়া

(৯০) আর যদি সে ডান হাত-ওয়ালাদের একজন হয়, [1]

[1] এরা দ্বিতীয় শ্রেণীর সাধারণ মু’মিন। এরাও জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। তবে মর্যাদায় অগ্রবর্তীদের তুলনায় কম হবে। মৃত্যুর সময় ফিরিশতারা এদেরকেও নিরাপত্তার সুসংবাদ দিয়ে থাকেন।

তাফসীরে আহসানুল বায়ান