৫৬:৫৬ هٰذَا نُزُلُهُمۡ یَوۡمَ الدِّیۡنِ ﴿ؕ۵۶﴾
هذا نزلهم یوم الدین ﴿۵۶﴾
প্রতিফল দিবসে এই হবে তাদের মেহমানদারী, আল-বায়ান
প্রতিফল দেয়ার দিনে এই হবে তাদের আপ্যায়ন তাইসিরুল
কিয়ামাত দিবসে ওটাই হবে তাদের আপ্যায়ন। মুজিবুর রহমান
That is their accommodation on the Day of Recompense. Sahih International
৫৬. প্রতিদান দিবসে এটাই হবে তাদের আপ্যায়ন।
-
তাফসীরে জাকারিয়া(৫৬) কিয়ামতের দিন এটাই হবে তাদের আতিথ্য। [1]
[1] মহান আল্লাহ এ কথা ঠাট্টা ও বিদ্রূপ ছলে বলেছেন। অন্যথা আতিথ্য তো তাকেই বলা হয়, যা অতিথির সম্মানে প্রস্তুত ও পেশ করা হয়। এটা ঐ রকমই যেমন কোন কোন স্থানে বলেছেন {فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيْمٍ} ‘‘তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও।’’ (সূরা আলে ইমরান ২১)
তাফসীরে আহসানুল বায়ান