৫৬ সূরাঃ আল-ওয়াকিয়া | Al-Waqi'a | سورة الواقعة - আয়াতঃ ৪৮
৫৬:৪৮ اَوَ اٰبَآؤُنَا الۡاَوَّلُوۡنَ ﴿۴۸﴾
او ابآؤنا الاولون ﴿۴۸﴾

‘আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরাও?’ আল-বায়ান

আর আমাদের বাপদাদাদেরকেও? তাইসিরুল

এবং আমাদের পূর্বপুরুষরাও? মুজিবুর রহমান

And our forefathers [as well]?" Sahih International

৪৮. এবং আমাদের পিতৃপুরুষরাও?

-

তাফসীরে জাকারিয়া

(৪৮) এবং আমাদের পূর্ব-পুরুষগণও?’ [1]

[1] এ থেকে জানা গেল যে, পরকালকে অস্বীকার করাই হল কুফরী, শিরক এবং পাপাচারে নিমজ্জিত থাকার প্রধান কারণ। আর এটাই কারণ যে, যখন আখেরাতের খেয়াল তার প্রতি বিশ্বাস স্থাপনকারীদের মনে ম্লান হয়ে যায়, তখন তাদের মধ্যে অন্যায়-অশ্লীলতা ব্যাপক হয়ে যায়। যেমন, বর্তমানের বহু মুসলিমদের অবস্থা।

তাফসীরে আহসানুল বায়ান