৫৬:২৭ وَ اَصۡحٰبُ الۡیَمِیۡنِ ۬ۙ مَاۤ اَصۡحٰبُ الۡیَمِیۡنِ ﴿ؕ۲۷﴾
و اصحب الیمین ما اصحب الیمین ﴿۲۷﴾
আর ডান দিকের দল; কত ভাগ্যবান ডান দিকের দল! আল-বায়ান
আর ডানদিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল! তাইসিরুল
আর ডান দিকের দল! কত ভাগ্যবান ডান দিকের দল! মুজিবুর রহমান
The companions of the right - what are the companions of the right? Sahih International
২৭. আর ডান দিকের দল, কত ভাগ্যবান ডান দিকের দল!
-
তাফসীরে জাকারিয়া(২৭) আর ডান হাত-ওয়ালারা, কত ভাগ্যবান ডান হাত-ওয়ালারা! [1]
[1] এ পর্যন্ত অগ্রবর্তী (مُقَرَّبِيْنَ) নৈকট্যপ্রাপ্তদের আলোচনা ছিল। এবারে أَصْحَابُ الْيَمِيْنِ (ডান হাত-ওয়ালা) থেকে সাধারণ মু’মিনদের কথা আলোচনা হচ্ছে।
তাফসীরে আহসানুল বায়ান