৫৬:৬ فَكَانَتۡ هَبَآءً مُّنۡۢبَثًّا ۙ﴿۶﴾
فكانت هبآء منبثا ﴿۶﴾
অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। আল-বায়ান
তখন তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে। তাইসিরুল
ফলে ওটা পর্যবসিত হবে উৎক্ষিপ্ত ধূলিকণায় – মুজিবুর রহমান
And become dust dispersing. Sahih International
৬. অতঃপর তা পর্যবসিত হবে উৎক্ষিপ্ত ধূলিকণায়;
-
তাফসীরে জাকারিয়া(৬) ফলে ওটা পর্যবসতি হবে উৎক্ষিপ্ত ধূলিকণায়।
-
তাফসীরে আহসানুল বায়ান