৫৩:১৫ عِنۡدَهَا جَنَّۃُ الۡمَاۡوٰی ﴿ؕ۱۵﴾
عندها جنۃ الماوی ﴿۱۵﴾
যার কাছে জান্নাতুল মা’ওয়া* অবস্থিত। আল-বায়ান
যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত। তাইসিরুল
যার নিকট অবস্থিত বাসোদ্যান। মুজিবুর রহমান
Near it is the Garden of Refuge - Sahih International
* ফেরেশতা, শহীদদের রূহ ও মুত্তাকীদের অবস্থানস্থল।
১৫. যার কাছে জান্নাতুল মা’ওয়া(১) অবস্থিত।
(১) الْمَأْوَىٰ শব্দের অর্থ ঠিকানা, বিশ্রামস্থল। জান্নাতকে مَأْوَىٰ বলার কারণ এই যে, এটাই মুমিনদের আসল ঠিকানা। [দেখুন, ফাতহুল কাদীর]
তাফসীরে জাকারিয়া(১৫) যার নিকট অবস্থিত (জান্নাতুল মা’ওয়া) বাসোদ্যান। [1]
[1] এটাকে ‘জান্নাতুল মা’ওয়া’ এই কারণে বলা হয় যে, এটাই ছিল আদম (আঃ)-এর আশ্রয়স্থল ও বাসস্থান। আবার কেউ কেউ বলেছেন, আত্মাসমূহ এখানে এসে জমায়েত হয়। (ফাতহুল কাদীর)
তাফসীরে আহসানুল বায়ান