৫১ সূরাঃ আয-যারিয়াত | Adh-Dhariyat | سورة الذاريات - আয়াতঃ ২
৫১:২ فَالۡحٰمِلٰتِ وِقۡرًا ۙ﴿۲﴾
فالحملت وقرا ﴿۲﴾

অতঃপর, পানির বোঝা বহনকারী মেঘমালার, আল-বায়ান

আর যা উঠিয়ে নেয় আর বহন করে ভারী বোঝা, তাইসিরুল

শপথ বোঝা বহনকারী মেঘপুঞ্জের, মুজিবুর রহমান

And those [clouds] carrying a load [of water] Sahih International

২. অতঃপর বোঝাবহনকারী মেঘপুঞ্জের,

-

তাফসীরে জাকারিয়া

(২) শপথ বোঝা বহনকারী মেঘপুঞ্জের, [1]

[1] وَقْرٌ প্রত্যেক সেই বোঝা, যা কোন প্রাণী বহন করে। حاملات থেকে বুঝানো হয়েছে এমন সব হাওয়াকে যা মেঘমালা বহন করে। কিংবা এমন মেঘমালা যা পানির বোঝা বহন করে। যেমন, চতুষ্পদ প্রাণীরা মালপত্রের বোঝা বহন করে।

তাফসীরে আহসানুল বায়ান