৪৬:১ حٰمٓ ۚ﴿۱﴾
حمٓ ﴿۱﴾
হা-মীম। আল-বায়ান
হা-মীম। তাইসিরুল
হা মীম। মুজিবুর রহমান
Ha, Meem. Sahih International
১. হা-মীম।
-
তাফসীরে জাকারিয়া(১) হা- মীম।[1]
[1] সূরার শুরুতে বিচ্ছিন্ন এই অক্ষরগুলো সেই অস্পষ্ট আয়াতসমূহের অন্তর্ভুক্ত, যার জ্ঞান কেবল আল্লাহই রাখেন। কাজেই এগুলোর অর্থ ও তাৎপর্য জানার পশ্চাতে পড়ার কোন প্রয়োজন নেই। তথাপি কোন কোন মুফাসসির এগুলোর দু’টি উপকারিতার কথা বর্ণনা করেছেন; যা সূরা লুকমানের শুরুতে আলোচনা করা হয়েছে।
তাফসীরে আহসানুল বায়ান