নিশ্চয় যাক্কূম বৃক্ষ আল-বায়ান
নিশ্চয়ই যাক্কুম গাছ (হবে) তাইসিরুল
নিশ্চয়ই যাক্কুম বৃক্ষ হবে – মুজিবুর রহমান
Indeed, the tree of zaqqum Sahih International
৪৩. নিশ্চয় যাক্কুম গাছ হবে(১)—
(১) যাক্কুমের স্বরূপ সম্পর্কে সূরা আস-সাফফাতে কিছু জরুরী বিষয় বর্ণনা করা হয়েছে। এখানে উল্লেখযোগ্য বিষয় এই যে, কুরআনের আয়াত থেকে বাহ্যতঃ জানা যায়, যাক্কুম কাফেরদেরকে জাহান্নামে প্রবেশ করার আগেই খাওয়ানো হবে। [ফাতহুল কাদীর] কেননা, এখানে মানুষকে খাওয়ানোর পর জাহান্নামের মধ্যস্থলে টেনে নিয়ে যাওয়ার আদেশ উল্লেখ করা হয়েছে। এছাড়া অন্য সূরায় বলা হয়েছে,
(لَآكِلُونَ مِنْ شَجَرٍ مِنْ زَقُّومٍ ٭ فَمَالِئُونَ مِنْهَا الْبُطُونَ ٭ فَشَارِبُونَ عَلَيْهِ مِنَ الْحَمِيمِ ٭ فَشَارِبُونَ شُرْبَ الْهِيمِ ٭ هَٰذَا نُزُلُهُمْ يَوْمَ الدِّينِ)
[সূরা আল-ওয়াকি’আঃ ৫২–৫৬]
তাফসীরে জাকারিয়া(৪৩) নিশ্চয়ই যাক্কুম গাছ হবে
-
তাফসীরে আহসানুল বায়ান