৩৮:৮৭ اِنۡ هُوَ اِلَّا ذِكۡرٌ لِّلۡعٰلَمِیۡنَ ﴿۸۷﴾
ان هو الا ذكر للعلمین ﴿۸۷﴾
সৃষ্টিকুলের জন্য এ তো উপদেশ ছাড়া আর কিছু নয়। আল-বায়ান
এটা তো বিশ্বজগতের জন্য কেবল উপদেশ বাণী। তাইসিরুল
ইহাতো বিশ্বজগতের জন্য উপদেশ মাত্র। মুজিবুর রহমান
It is but a reminder to the worlds. Sahih International
৮৭. এ তো সৃষ্টিকুলের জন্য উপদেশ মাত্ৰ।(১)
(১) অর্থাৎ এ কুরআন সৃষ্টিকুলের জন্য উপদেশ মাত্র। এটা জিন ও ইনসানকে তা স্মরণ করিয়ে দেয় যা তাদের দুনিয়া ও আখেরাতে কাজে আসে। [মুয়াস্সার]
তাফসীরে জাকারিয়া(৮৭) এ (কুরআন) বিশ্বজগতের জন্য উপদেশ মাত্র। [1]
[1] অর্থাৎ, এই কুরআন বা অহী বা ঐ দাওয়াত যা আমি পেশ করছি, তা পৃথিবীর সকল মানুষ ও জ্বিন জাতির জন্য উপদেশ স্বরূপ; এই শর্তে যে, তা থেকে উপদেশ গ্রহণ করার ইচ্ছা থাকতে হবে।
তাফসীরে আহসানুল বায়ান