৩৮:৬৪ اِنَّ ذٰلِكَ لَحَقٌّ تَخَاصُمُ اَهۡلِ النَّارِ ﴿۶۴﴾
ان ذلك لحق تخاصم اهل النار ﴿۶۴﴾
নিশ্চয়ই এটি সুনিশ্চিত সত্য- জাহান্নামীদের এই পারস্পরিক বাকবিতন্ডা। আল-বায়ান
এটা নিশ্চিত সত্য, জাহান্নামের বাসিন্দাদের এই বাগবিতন্ডা। তাইসিরুল
এটা নিশ্চিত সত্য জাহান্নামীদের এই বাদ প্রতিবাদ। মুজিবুর রহমান
Indeed, that is truth - the quarreling of the people of the Fire. Sahih International
৬৪. নিশ্চয় এটা বাস্তব সত্য—জাহান্নামীদের এ পারস্পরিক বাদ-প্ৰতিবাদ।
-
তাফসীরে জাকারিয়া(৬৪) জাহান্নামীদের বাদ-প্রতিবাদ; অবশ্যই এ সত্য ঘটবে। [1]
[1] অর্থাৎ, তাদের পারস্পরিক বাক্-বিতন্ডা ও একে অপরকে দোষারোপ করা, একটি এমন সত্য, যা অবশ্যম্ভাবী।
তাফসীরে আহসানুল বায়ান