৩৮:৫৮ وَّ اٰخَرُ مِنۡ شَكۡلِهٖۤ اَزۡوَاجٌ ﴿ؕ۵۸﴾
و اخر من شكلهٖ ازواج ﴿۵۸﴾
আরও রয়েছে এ জাতীয় বহুরকম আযাব। আল-বায়ান
এ ধরনের আরো অন্যান্য (শাস্তি) যা তাদের জন্য যথোপযুক্ত। তাইসিরুল
আরও আছে এ রূপ বিভিন্ন ধরণের শাস্তি। মুজিবুর রহমান
And other [punishments] of its type [in various] kinds. Sahih International
৫৮. আরো আছে এরূপ বিভিন্ন ধরনের শাস্তি।(১)
(১) ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এর দ্বারা প্ৰচণ্ড শীত বোঝানো হয়েছে। আর ইবন আব্বাস বলেন, এর অর্থ, অনুরূপ। [তাবারী]
তাফসীরে জাকারিয়া(৫৮) এ ছাড়া রয়েছে এরূপ আরও বিভিন্ন ধরনের শাস্তি। [1]
[1]شَكْلِه ِ অনুরূপ أَزْوَاجٌ বিভিন্ন ধরনের। অর্থাৎ ফুটন্ত পানি ও পুঁজের মত আরো বিভিন্ন প্রকার শাস্তি থাকবে।
তাফসীরে আহসানুল বায়ান