৩৮ সূরাঃ সোয়াদ | Ṣād | سورة ص - আয়াতঃ ৪০
৩৮:৪০ وَ اِنَّ لَهٗ عِنۡدَنَا لَزُلۡفٰی وَ حُسۡنَ مَاٰبٍ ﴿۴۰﴾
و ان لهٗ عندنا لزلفی و حسن ماب ﴿۴۰﴾

আর আমার নিকট রয়েছে তার জন্য নৈকট্য ও শুভ পরিণাম। আল-বায়ান

তার জন্য আমার কাছে অবশ্যই আছে নৈকট্য আর উত্তম প্রত্যাবর্তনস্থল। তাইসিরুল

এবং আমার নিকট তার জন্য রয়েছে উচ্চ মর্যাদা ও শুভ পরিণাম। মুজিবুর রহমান

And indeed, for him is nearness to Us and a good place of return. Sahih International

৪০. আর নিশ্চয় আমাদের কাছে রয়েছে তার জন্য নৈকট্যের মর্যাদা ও উত্তম প্রত্যাবর্তনস্থল।

-

তাফসীরে জাকারিয়া

(৪০) আর আমার নিকট রয়েছে তার জন্য উচ্চ মর্যাদা ও শুভ পরিণাম। [1]

[1] অর্থাৎ, পার্থিব ইজ্জত-সম্মান লাভ করার পরেও আখেরাতেও সুলাইমান (আঃ) বিশেষ নৈকট্য ও বিশেষ মর্যাদার অধিকারী হবেন।

তাফসীরে আহসানুল বায়ান