সূরাঃ আলে-ইমরান | Al-i-Imran | سورة آل عمران - আয়াতঃ ৯৪
৩:৯৪ فَمَنِ افۡتَرٰی عَلَی اللّٰهِ الۡکَذِبَ مِنۡۢ بَعۡدِ ذٰلِکَ فَاُولٰٓئِکَ هُمُ الظّٰلِمُوۡنَ ﴿؃۹۴﴾
فمن افتری علی الله الکذب منۢ بعد ذلک فاولىک هم الظلمون ؃۹۴

অতএব যারা এরপরও আল্লাহর ব্যাপারে মিথ্যা রটনা করে, তারা অবশ্যই যালিম। আল-বায়ান

এরপরও যারা আল্লাহ সম্পর্কে মিথ্যারোপ করবে, তারা যালিম। তাইসিরুল

সুতরাং যদি কেহ এরপর আল্লাহর প্রতি অসত্যারোপ করে তাহলে তারাই অত্যাচারী। মুজিবুর রহমান

And whoever invents about Allah untruth after that - then those are [truly] the wrongdoers. Sahih International

৯৪. এরপরও যারা আল্লাহর উপর মিথ্যা রটনা করে তারাই যালেম।

-

তাফসীরে জাকারিয়া

(৯৪) এরপরও যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, তারাই অত্যাচারী।

-

তাফসীরে আহসানুল বায়ান