২০:১০৩ یَّتَخَافَتُوۡنَ بَیۡنَهُمۡ اِنۡ لَّبِثۡتُمۡ اِلَّا عَشۡرًا ﴿۱۰۳﴾
یتخافتون بینهم ان لبثتم الا عشرا ﴿۱۰۳﴾
সেদিন তারা চুপে চুপে নিজদের মধ্যে বলাবলি করবে, ‘তোমরা মাত্র দশদিন অবস্থান করেছিলে’। আল-বায়ান
তারা চুপিসারে নিজেদের মধ্যে বলাবলি করবে যে, (দুনিয়াতে) দশ দিনের বেশি তোমরা অবস্থান করনি। তাইসিরুল
তারা নিজেদের মধ্যে চুপি চুপি বলাবলি করবেঃ তোমরা মাত্র দশ দিন অবস্থান করেছিলে। মুজিবুর রহমান
They will murmur among themselves, "You remained not but ten [days in the world]." Sahih International
১০৩. সেদিন তারা চুপিসারে পরস্পর বলাবলি করবে, তোমরা মাত্র দশদিন অবস্থান করেছিলো।
-
তাফসীরে জাকারিয়া(১০৩) ওরা নিজেদের মধ্যে চুপি চুপি বলাবলি করবে,[1] ‘তোমরা পৃথিবীতে মাত্র দশদিন অবস্থান করেছিলে।’
[1] ভীষণভাবে ভীত-সন্ত্রস্ত হওয়ার কারণে একে অপরের সঙ্গে চুপি চুপি কথা বলবে।
তাফসীরে আহসানুল বায়ান