২০:২১ قَالَ خُذۡهَا وَ لَا تَخَفۡ ٝ سَنُعِیۡدُهَا سِیۡرَتَهَا الۡاُوۡلٰی ﴿۲۱﴾
قال خذها و لا تخف ٝ سنعیدها سیرتها الاولی ﴿۲۱﴾
তিনি বললেন, ‘ওটা ধর এবং ভয় করো না, আমি ওকে ওর পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব’। আল-বায়ান
আল্লাহ বললেন, ‘ওটাকে ধর, ভয় পেও না, আমি সেটাকে এক্ষুনি তার আগের রূপে ফিরিয়ে দেব। তাইসিরুল
তিনি বললেনঃ তুমি একে ধর। ভয় করনা, আমি একে এর পূর্বরূপে ফিরিয়ে দিব। মুজিবুর রহমান
[Allah] said, "Seize it and fear not; We will return it to its former condition. Sahih International
২১. আল্লাহ বললেন, আপনি তাকে ধরুন, ভয় করবেন না, আমরা এটাকে তার আগের রূপে ফিরিয়ে দেব।
-
তাফসীরে জাকারিয়া(২১) তিনি বললেন, ‘তুমি একে ধর এবং ভয় করো না, আমি একে এর পূর্ব রূপে ফিরিয়ে দেব। [1]
[1] এটি মূসা (আঃ)-কে মু’জিযা রূপে দান করা হয়েছিল, যা ‘মূসার লাঠি’ নামেই প্রসিদ্ধ।
তাফসীরে আহসানুল বায়ান