১৫ সূরাঃ আল-হিজর | Al-Hijr | سورة الحجر - আয়াতঃ ৮৪
১৫:৮৪ فَمَاۤ اَغۡنٰی عَنۡهُمۡ مَّا كَانُوۡا یَكۡسِبُوۡنَ ﴿ؕ۸۴﴾
فما اغنی عنهم ما كانوا یكسبون ﴿۸۴﴾

আর তারা যা উপার্জন করত, তা তাদের কাজে আসল না। আল-বায়ান

তাদের উপার্জন তাদের কোন কাজে আসল না। তাইসিরুল

সুতরাং তারা যা অর্জন করেছিল তা তাদের কোন কাজে আসেনি। মুজিবুর রহমান

So nothing availed them [from] what they used to earn. Sahih International

৮৪. কাজেই তারা যা অর্জন করত তা তাদের কোন কাজে আসেনি।(১)

(১) অর্থাৎ তারা পাহাড় কেটে কেটে তার মধ্যে যেসব আলীশান ইমারত নির্মাণ করেছিল। তারা যে সমস্ত ক্ষেত-খামার, ফল-ফলাদির জন্য উষ্ট্রীটি হত্যা করেছিল, যাতে তাদের পানিতে ঘাটতি না পড়ে, তাদের এ সমস্ত সম্পদ যখন আল্লাহর নির্দেশ আসল তখন তাদেরকে কোন প্রকারে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারেনি। [ইবন কাসীর]

তাফসীরে জাকারিয়া

(৮৪) সুতরাং তারা যা অর্জন করত তা তাদের কোন কাজে আসেনি।

-

তাফসীরে আহসানুল বায়ান