১১ সূরাঃ হূদ | Hud | سورة هود - আয়াতঃ ৭৫
১১:৭৫ اِنَّ اِبۡرٰهِیۡمَ لَحَلِیۡمٌ اَوَّاهٌ مُّنِیۡبٌ ﴿۷۵﴾
ان ابرهیم لحلیم اواه منیب ﴿۷۵﴾

নিশ্চয় ইবরাহীম অত্যন্ত সহনশীল, অধিক অনুনয় বিনয়কারী, আল্লাহমুখী। আল-বায়ান

অবশ্যই ইবরাহীম ছিল বড়ই সহিষ্ণু, কোমল হৃদয় আর আল্লাহমুখী। তাইসিরুল

বাস্তবিক ইবরাহীম ছিল বড় সহিষ্ণু প্রকৃতির, দয়ালু স্বভাব, কোমল হৃদয়। মুজিবুর রহমান

Indeed, Abraham was forbearing, grieving and [frequently] returning [to Allah]. Sahih International

৭৫. নিশ্চয় ইবরাহীম অত্যন্ত সহনশীল, কোমল হৃদয়(১), সর্বদা আল্লাহ অভিমুখী।

(১) সূরা আত-তাওবার ১১৪ নং আয়াতের ব্যাখ্যায় এর বিস্তারিত আলোচনা চলে গেছে।

তাফসীরে জাকারিয়া

(৭৫) নিশ্চয় ইব্রাহীম ছিল বড় সহিষ্ণু প্রকৃতির, কোমল হৃদয়ের, আল্লাহ অভিমুখী।

-

তাফসীরে আহসানুল বায়ান