কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১১৪ সূরাঃ আন-নাস | An-Nas | سورة الناس - আয়াত নং - ৩ - মাক্কী
১১৪ : ৩ اِلٰهِ النَّاسِ ۙ﴿۳﴾
মানুষের ইলাহ-এর কাছে, আল-বায়ান
মানুষের প্রকৃত ইলাহর, তাইসিরুল
যিনি মানবমন্ডলীর উপাস্য। মুজিবুর রহমান
The God of mankind, Sahih International
৩. মানুষের ইলাহের কাছে(১),
(১) এখানে রব্ব্, মালিক এবং ইলাহ এ তিনটি গুণের অধিকারীর নিকট আশ্রয় চাওয়া হয়েছে। আল্লাহ রব, মালিক বা অধিপতি, মা’বুদ সবই। সব কিছুই তাঁর সৃষ্টি, তার মালিকানাধীন, তাঁর বান্দা। তাই আশ্রয়প্রার্থনকারীকে এ তিনটি গুণে গুণান্বিত মহান আল্লাহর নিকট আশ্রয় চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। [ইবন কাসীর]
তাফসীরে জাকারিয়া৩। যিনি মানুষের উপাস্য। [1]
[1] যিনি সমগ্র বিশ্বের পালনকর্তা এবং যাঁর হাতে সারা দুনিয়ার বাদশাহী, তিনিই হলেন সর্বপ্রকার ইবাদত ও উপাসনা পাওয়ার যোগ্য এবং তিনিই সমস্ত মানুষের একক মাবূদ (উপাস্য)। সুতরাং আমি সেই সুমহান ও সুউচ্চ সত্তার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
তাফসীরে আহসানুল বায়ান