কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
১০১ সূরাঃ আল-কারি'আ | Al-Qari'a | سورة القارعة - আয়াত নং - ৮ - মাক্কী
১০১ : ৮ وَ اَمَّا مَنۡ خَفَّتۡ مَوَازِیۡنُهٗ ۙ﴿۸﴾
আর যার পাল্লা হালকা হবে, আল-বায়ান
আর যার (সৎকর্মের) পাল্লা হালকা হবে, তাইসিরুল
এবং যার পাল্লা হালকা হবে – মুজিবুর রহমান
But as for one whose scales are light, Sahih International
৮. আর যার পাল্লাসমূহ হালকা হবে(১)
(১) অর্থাৎ যাদের অসৎকর্মের পাল্লা সৎকর্ম থেকে ভারী হবে। [মুয়াসসার, সাদী]
তাফসীরে জাকারিয়া৮। কিন্তু যার পাল্লা হাল্কা হবে, [1]
[1] অর্থাৎ, যার নেকীর তুলনায় বদীর পরিমাণ বেশী হবে, ফলে পাপের পাল্লা ভারী হবে এবং পুণ্যের পাল্লা হালকা হবে।
তাফসীরে আহসানুল বায়ান