লগইন করুন
১০০ সূরাঃ আল-আদিয়াত | Al-Adiyat | سورة العاديات - আয়াত নং - ১০ - মাক্কী
আর অন্তরে যা আছে তা প্রকাশিত হবে। আল-বায়ান
আর অন্তরে যা (কিছু লুকানো) আছে তা প্রকাশ করা হবে, তাইসিরুল
এবং অন্তরে যা আছে তা প্রকাশ করা হবে? মুজিবুর রহমান
And that within the breasts is obtained, Sahih International
১০. আর অন্তরে যা আছে তা প্ৰকাশ করা হবে?(১)
(১) অর্থাৎ অন্তরের ভালো-মন্দ পৃথক করে প্রকাশ করে দেওয়া হবে। ফলে গোপনগুলো প্রকাশ হয়ে পড়বে; মানুষের কর্মফল তাদের চেহারায় ফুটে উঠবে। [সা’দী] এ-বক্তব্যটিই অন্যত্র আল্লাহ বলেছেন, “যেদিন গোপন রহস্য যাচাই বাছাই করা হবে।” [সূরা আত-তারিক: ৯] এ দু আয়াতে বলা হয়েছে আল্লাহ্ তা'আলা কবর থেকে উত্থিত করে, গোপন বিষয় প্রকাশ করার পর যে বিচার ও প্রতিদান প্ৰদান করা হবে, মানুষ কি তা জানে না? [মুয়াসসার]
তাফসীরে জাকারিয়া১০। এবং অন্তরে যা আছে, তা প্রকাশ করা হবে। [1]
[1] حُصِّل এর মানে হল, অন্তরে যা কিছু গোপন আছে তা প্রকাশ করে দেওয়া হবে।
তাফসীরে আহসানুল বায়ান