কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৮৬ সূরাঃ আত-তারিক | At-Tariq | سورة الطارق - আয়াত নং - ১৩ - মাক্কী
৮৬ : ১৩ اِنَّهٗ لَقَوۡلٌ فَصۡلٌ ﴿ۙ۱۳﴾
নিশ্চয় এটা ফয়সালাকারী বাণী। আল-বায়ান
কুরআন (সত্য-মিথ্যার পার্থক্যকারী) চূড়ান্ত সিদ্ধান্তকারী বাণী, তাইসিরুল
নিশ্চয়ই ইহা (আল কুরআন) মীমাংসাকারী বাণী, মুজিবুর রহমান
Indeed, the Qur'an is a decisive statement, Sahih International
১৩. নিশ্চয় আল-কুরআন মীমাংসাকারী বাণী।
-
তাফসীরে জাকারিয়া১৩। নিশ্চয় তা (কুরআন সত্য-মিথ্যার) পার্থক্যকারী বাণী।[1]
[1] এটা হল কসমের জওয়াব। অর্থাৎ, বিস্তারিতভাবে খুলে বর্ণনাকারী। যাতে করে হক ও বাতিল উভয়ই স্পষ্ট ও প্রকট হয়ে ওঠে।
তাফসীরে আহসানুল বায়ান