কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৮৫ সূরাঃ আল-বুরুজ | Al-Buruj | سورة البروج - আয়াত নং - ১৫ - মাক্কী
৮৫ : ১৫ ذُو الۡعَرۡشِ الۡمَجِیۡدُ ﴿ۙ۱۵﴾
আরশের অধিপতি, মহান। আল-বায়ান
‘আরশের অধিপতি, মহা সম্মানিত। তাইসিরুল
আরশের অধিপতি মহিমময়, মুজিবুর রহমান
Honorable Owner of the Throne, Sahih International
১৫. আরশের অধিকারী ও সম্মানিত।
-
তাফসীরে জাকারিয়া১৫। তিনি আরশের অধিপতি গৌরবময়। [1]
[1] অর্থাৎ, তিনি সমস্ত সৃষ্টি হতে সুমহান এবং সুউচ্চ। ‘আরশ’ যা সব থেকে উচ্চে অবস্থিত, যার উপরে আল্লাহ আছেন। যেমন সাহাবাগণ, তাবেয়ীনগণ এবং মুহাদ্দিসগণদের এ বিশ্বাস। المَجِيدُ শব্দের অর্থ হল মর্যাদাবান ও গৌরবময়। পেশ অবস্থায় এ জন্য আছে যে, এটা ذو বা রবের সিফাত (বিশেষণ); العَرشِ এর বিশেষণ নয়। যদিও কেউ কেউ এই শব্দটাকে العَرشِ এর বিশেষণ ধরে المجيدِ শব্দকে যের দিয়ে পাঠ করেছেন। অর্থের দিক দিয়ে উভয় অর্থ নির্ভুল এবং বিশুদ্ধ। (ইবনে কাসীর)
তাফসীরে আহসানুল বায়ান