কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৮০ সূরাঃ আবাসা | Abasa | سورة عبس - আয়াত নং - ৭ - মাক্কী
৮০ : ৭ وَ مَا عَلَیۡكَ اَلَّا یَزَّكّٰی ؕ﴿۷﴾
অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার কোন দায়িত্ব বর্তাবে না। আল-বায়ান
সে পরিশুদ্ধ না হলে তোমার উপর কোন দোষ নেই। তাইসিরুল
অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে তোমার কোন দায়িত্ব নেই। মুজিবুর রহমান
And not upon you [is any blame] if he will not be purified. Sahih International
৭. অথচ সে নিজে পরিশুদ্ধ না হলে আপনার কোন দায়িত্ব নেই,
-
তাফসীরে জাকারিয়া৭। অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার কোন দোষ নেই। [1]
[1] কেননা, তোমার কাজ তো কেবল প্রচার করা। সুতরাং এই শ্রেণীর কাফেরদের পিছনে পড়ার কোন প্রয়োজন নেই।
তাফসীরে আহসানুল বায়ান