কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৮০ সূরাঃ আবাসা | Abasa | سورة عبس - আয়াত নং - ৫ - মাক্কী
৮০ : ৫ اَمَّا مَنِ اسۡتَغۡنٰی ۙ﴿۵﴾
আর যে বেপরোয়া হয়েছে, আল-বায়ান
পক্ষান্তরে যে পরোয়া করে না, তাইসিরুল
পক্ষান্তরে যে পরওয়া করেনা – মুজিবুর রহমান
As for he who thinks himself without need, Sahih International
৫. আর যে পরোয়া করে না,
-
তাফসীরে জাকারিয়া৫। পক্ষান্তরে যে লোক বেপরোয়া, [1]
[1] অর্থাৎ বেপরোয়া ঈমান থেকে এবং সেই জ্ঞান থেকে যা তোমার কাছে আল্লাহর তরফ হতে এসেছে। অথবা এ আয়াতের দ্বিতীয় অর্থ হল যে, যে অভাবশূন্য ও ধনী।
তাফসীরে আহসানুল বায়ান