কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৮০ সূরাঃ আবাসা | Abasa | سورة عبس - আয়াত নং - ১ - মাক্কী
৮০ : ১ عَبَسَ وَ تَوَلّٰۤی ۙ﴿۱﴾
সে* ভ্রকুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল। আল-বায়ান
(নবী) মুখ ভার করল আর মুখ ঘুরিয়ে নিল। তাইসিরুল
সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিলো, মুজিবুর রহমান
The Prophet frowned and turned away Sahih International
*মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
১. তিনি ভ্ৰকুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন(১),
(১) عبس শব্দের অর্থ রুষ্টতা অবলম্বন করা এবং চোখে মুখে বিরক্তি প্ৰকাশ করা। تولى শব্দের অর্থ মুখ ফিরিয়ে নেয়া। [জালালাইন]
তাফসীরে জাকারিয়া১। সে ভ্রূ কুঞ্চিত করল এবং মুখ ফিরিয়ে নিল।
-
তাফসীরে আহসানুল বায়ান