কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৭৮ সূরাঃ আন-নাবা | An-Naba' | سورة النبإ - আয়াত নং - ৩৫ - মাক্কী
৭৮ : ৩৫ لَا یَسۡمَعُوۡنَ فِیۡهَا لَغۡوًا وَّ لَا كِذّٰبًا ﴿ۚ۳۵﴾
তারা সেখানে কোন অসার ও মিথ্যা কথা শুনবে না। আল-বায়ান
সেখানে তারা শুনবে না অসার অর্থহীন আর মিথ্যে কথা, তাইসিরুল
সেখানে তারা শুনবেনা অসার ও মিথ্যা বাক্য; মুজিবুর রহমান
No ill speech will they hear therein or any falsehood - Sahih International
৩৫. সেখানে তারা শুনবে না কোন অসার ও মিথ্যা বাক্য(১);
(১) জান্নাতে কোন কটুকথা ও আজেবাজে গল্পগুজব হবে না। কেউ কারো সাথে মিথ্যা বলবে না এবং কারো কথাকে মিথ্যাও বলবে না। কুরআনের বিভিন্ন স্থানে এ বিষয়টিকে জান্নাতের বিরাট নিয়ামত হিসেবে গণ্য করা হয়েছে। [সা’দী]
তাফসীরে জাকারিয়া৩৫। সেখানে তারা শুনবে না কোন অসার ও মিথ্যা কথা। [1]
[1] অর্থাৎ, কোন অসার, ফালতু বা অশ্লীল কথাবার্তা সেখানে হবে না। আর না এক অপরকে মিথ্যা বলবে।
তাফসীরে আহসানুল বায়ান