৭৮ সূরাঃ আন-নাবা | An-Naba' | سورة النبإ - আয়াত নং - ৩৪ - মাক্কী

৭৮ : ৩৪ وَّ كَاۡسًا دِهَاقًا ﴿ؕ۳۴﴾

আর পরিপূর্ণ পানপাত্র। আল-বায়ান

এবং পরিপূর্ণ পানপাত্র। তাইসিরুল

এবং পূর্ণ পূতঃ পানপাত্র। মুজিবুর রহমান

And a full cup. Sahih International

৩৪. এবং পরিপূর্ণ পানপাত্ৰ।

-

তাফসীরে জাকারিয়া

৩৪। এবং পরিপূর্ণ পানপাত্র। [1]

[1] دهاقًا -এর অর্থঃ পরিপূর্ণ কিংবা একের পর এক নিরবচ্ছিন্ন অথবা তা স্বচ্ছ ও নির্মল হবে। كأس এমন পানপাত্রকে বলা হয়, যা পূর্ণরূপে ভর্তি থাকে।

তাফসীরে আহসানুল বায়ান