কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৭৬ সূরাঃ আল-ইনসান (আদ-দাহর) | Al-Insan | سورة الانسان - আয়াত নং - ২৫ মাদানী
৭৬ : ২৫ وَ اذۡكُرِ اسۡمَ رَبِّكَ بُكۡرَۃً وَّ اَصِیۡلًا ﴿ۖۚ۲۵﴾
আর সকাল-সন্ধ্যায় তোমার রবের নাম স্মরণ কর, আল-বায়ান
আর সকাল-সন্ধ্যায় তোমার রব্ব এর নাম স্মরণ কর। তাইসিরুল
এবং তোমার রবের নাম স্মরণ কর সকাল সন্ধ্যায়। মুজিবুর রহমান
And mention the name of your Lord [in prayer] morning and evening Sahih International
২৫. আর আপনার রবের নাম স্মরণ করুন সকালে ও সন্ধ্যায়।
-
তাফসীরে জাকারিয়া(২৫) এবং তোমার প্রতিপালকের নাম স্মরণ কর সকাল ও সন্ধ্যায়। [1]
[1] সকাল-সন্ধ্যায় অর্থাৎ, সব সময় আল্লাহর যিকর কর। অথবা সকাল বলতে ফজরের নামাযকে এবং সন্ধ্যা বলতে আসরের নামাযকে বুঝানো হয়েছে।
তাফসীরে আহসানুল বায়ান