৫৬ সূরাঃ আল-ওয়াকিয়া | Al-Waqi'a | سورة الواقعة - আয়াত নং - ৭৭ - মাক্কী

৫৬ : ৭৭ اِنَّهٗ لَقُرۡاٰنٌ كَرِیۡمٌ ﴿ۙ۷۷﴾

নিশ্চয় এটি মহিমান্বিত কুরআন, আল-বায়ান

অবশ্যই তা সম্মানিত কুরআন, তাইসিরুল

নিশ্চয়ই এটা সম্মানিত কুরআন – মুজিবুর রহমান

Indeed, it is a noble Qur'an Sahih International

৭৭. নিশ্চয় এটা মহিমান্বিত কুরআন(১),

(১) কুরআনের মহা সম্মানিত গ্ৰন্থ হওয়া সম্পর্কে ঐগুলোর শপথ করার অর্থ হচ্ছে ঊর্ধ্ব জগতে সৌরজগতের ব্যবস্থাপনা যত সুসংবদ্ধ ও মজবুত এই বাণীও ততটাই সুসংবদ্ধ ও মজবুত। [দেখুন, কুরতুবী]

তাফসীরে জাকারিয়া

(৭৭) নিশ্চয়ই এটা সম্মানিত কুরআন। [1]

[1] এটা কসমের জবাব।

তাফসীরে আহসানুল বায়ান