কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৫৫ সূরাঃ আর-রাহমান | Ar-Rahman | سورة الرحمن - আয়াত নং - ৬৬ মাদানী
৫৫ : ৬৬ فِیۡهِمَا عَیۡنٰنِ نَضَّاخَتٰنِ ﴿ۚ۶۶﴾
এ দু’টিতে থাকবে অবিরাম ধারায় উচ্ছলমান দু’টি ঝর্ণাধারা। আল-বায়ান
দু’টো বাগানেই আছে অবিরাম ও প্রচুর পরিমাণে উৎক্ষিপ্তমান দু’টো ঝর্ণাধারা। তাইসিরুল
উভয় উদ্যানে রয়েছে উচ্ছলিত দুই প্রস্রবন। মুজিবুর রহমান
In both of them are two springs, spouting. Sahih International
৬৬. উভয় উদ্যানে আছে উচ্ছলিত দুই প্রস্রবণ।
-
তাফসীরে জাকারিয়া(৬৬) উভয় বাগানে আছে উচ্ছলিত দুই প্রস্রবণ; [1]
[1] এই (نَضّاخَتَانِ) (উচ্ছলিত) গুণটি تَجْرِيَانِ (প্রবহমান)এর তুলনায় কিছুটা হালকা। যেহেতু প্রবাহিত হওয়ার শক্তি উচ্ছলিত হওয়ার (উথলে ওঠা বা উপচে পড়ার) চাইতে বেশী। (ইবনে কাসীর)
তাফসীরে আহসানুল বায়ান