৫৫ সূরাঃ আর-রাহমান | Ar-Rahman | سورة الرحمن - আয়াত নং - ১১ মাদানী

৫৫ : ১১ فِیۡهَا فَاكِهَۃٌ ۪ۙ وَّ النَّخۡلُ ذَاتُ الۡاَكۡمَامِ ﴿ۖ۱۱﴾

তাতে রয়েছে ফলমূল ও খেজুরগাছ, যার খেজুর আবরণযুক্ত। আল-বায়ান

এতে আছে নানান ফলমূল, আর খেজুর গাছ যার ফল আবরণে ঢাকা, তাইসিরুল

এতে রয়েছে ফল-মূল এবং খেজুর বৃক্ষ, যার ফল আবরণযুক্ত – মুজিবুর রহমান

Therein is fruit and palm trees having sheaths [of dates] Sahih International

১১. এতে রয়েছে ফলমূল ও খেজুর গাছ যার ফল আবরণযুক্ত,

-

তাফসীরে জাকারিয়া

(১১) এতে রয়েছে ফলমূল এবং মোচাযুক্ত খেজুর বৃক্ষ।[1]

[1] أَكْمَامٌ হল كِمٌّ এর বহুবচন। وِعَاءُ التَّمْرِ কচি খেজুরের উপরের আবরণ (মোচা)।

তাফসীরে আহসানুল বায়ান