কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৫৫ সূরাঃ আর-রাহমান | Ar-Rahman | سورة الرحمن - আয়াত নং - ১ মাদানী
৫৫ : ১ اَلرَّحۡمٰنُ ۙ﴿۱﴾
পরম করুণাময়, আল-বায়ান
পরম দয়ালু (আল্লাহ), তাইসিরুল
দয়াময় আল্লাহ! মুজিবুর রহমান
The Most Merciful Sahih International
১. আর-রাহমান(১),
(১) অর্থাৎ দয়াময় আল্লাহ। সূরাটিকে ‘আর-রাহমান’ শব্দ দ্বারা শুরু করার তাৎপর্য সম্ভবত এই যে, মক্কার কাফেররা আল্লাহ তা’আলার এই নাম সম্পর্কে অবগত ছিল না। তাই মুসলিমদের মুখে রহমান নাম শুনে ওরা বলাবলি করতঃ রাহমান আবার কি? তাদেরকে অবহিত করার জন্য এখানে এই নাম ব্যবহার করা হয়েছে। [আদওয়াউল বায়ান]
তাফসীরে জাকারিয়া(১) অনন্ত করুণাময় (আল্লাহ);
-
তাফসীরে আহসানুল বায়ান