কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৫৩ সূরাঃ আন-নাজম | An-Najm | سورة النجم - আয়াত নং - ৫৩ - মাক্কী
৫৩ : ৫৩ وَ الۡمُؤۡتَفِكَۃَ اَهۡوٰی ﴿ۙ۵۳﴾
আর তিনি উল্টানো আবাসভূমিকে* নিক্ষেপ করেছিলেন। আল-বায়ান
তিনি (লূত জাতির) উল্টানো আবাস ভূমিকে উঠিয়ে নিক্ষেপ করেছিলেন, তাইসিরুল
উৎপাটিত আবাস ভূমিকে উল্টিয়ে নিক্ষেপ করেছিলেন। মুজিবুর রহমান
And the overturned towns He hurled down Sahih International
* সামূদ সম্প্রদায়ের জনপদ।
৫৩. আর তিনি উল্টানো আবাসভূমিকে নিক্ষেপ করেছিলেন(১),
(১) مُؤْتَفِكَةَ এর অর্থ, উল্টোকৃত। লুত আলাইহিস সালাম তাদের প্রতি প্রেরিত হন। অবাধ্যতা ও নির্লজ্জতার শাস্তিস্বরূপ জিবরীল আলাইহিস সালাম তাদের জনপদসমূহ উল্টে দেন। [কুরতুবী]
তাফসীরে জাকারিয়া(৫৩) তিনি উৎপাটিত (মু’তাফিকা) আবাস ভূমিকে উল্টিয়ে দিয়েছিলেন। [1]
[1] এ থেকে লূত (আঃ)-এর সেই জনপদকে বুঝানো হয়েছে, যা তাদের উপর উল্টে দেওয়া হয়েছিল।
তাফসীরে আহসানুল বায়ান