৫৩ সূরাঃ আন-নাজম | An-Najm | سورة النجم - আয়াত নং - ১৮ - মাক্কী

৫৩ : ১৮ لَقَدۡ رَاٰی مِنۡ اٰیٰتِ رَبِّهِ الۡكُبۡرٰی ﴿۱۸﴾

নিশ্চয় সে তার রবের বড় বড় নিদর্শনসমূহ থেকে দেখেছে। আল-বায়ান

সে তার প্রতিপালকের বড় বড় নিদর্শন দেখেছিল। তাইসিরুল

সেতো তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখেছিল। মুজিবুর রহমান

He certainly saw of the greatest signs of his Lord. Sahih International

১৮. অবশ্যই তিনি তার রবের মহান নিদর্শনাবলীর কিছু দেখেছিলেন;

-

তাফসীরে জাকারিয়া

(১৮) নিঃসন্দেহে সে তার প্রতিপালকের মহান নিদর্শনাবলী দেখেছিল। [1]

[1] যেগুলোর মধ্যে জিবরীল (আঃ)-এর আসল আকৃতি, ‘সিদরাতুল মুন্তাহা’ ও প্রতিপালকের অন্যান্য মহাশক্তির কিছু নিদর্শন। যার বিস্তারিত আলোচনা মি’রাজ সংক্রান্ত হাদীসমূহে করা হয়েছে।

তাফসীরে আহসানুল বায়ান