কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩৫ সূরাঃ ফাতির | Fatir | سورة فاطر - আয়াত নং - ২০ - মাক্কী
৩৫ : ২০ وَ لَا الظُّلُمٰتُ وَ لَا النُّوۡرُ ﴿ۙ۲۰﴾
আর অন্ধকার ও আলো সমান নয় আল-বায়ান
আর অন্ধকার ও আলোও (সমান নয়)। তাইসিরুল
অন্ধকার ও আলো, মুজিবুর রহমান
Nor are the darknesses and the light, Sahih International
২০. আর না অন্ধকার ও আলো,
-
তাফসীরে জাকারিয়া(২০) সমান নয় অন্ধকার ও আলো, [1]
[1] অন্ধ থেকে উদ্দেশ্য কাফের (অবিশ্বাসী) এবং চক্ষুষ্মান থেকে উদ্দেশ্য মু’মিন (বিশ্বাসী), অন্ধকার থেকে বাতিল এবং আলো থেকে উদ্দেশ্য হল হক। বাতিলের যেহেতু বহু ধরন ও প্রকার আছে, সেহেতু তার জন্য বহুবচন এবং হক যেহেতু একাধিক নয়; বরং একটাই, সেহেতু তার জন্য একবচন শব্দ ব্যবহার করা হয়েছে।
তাফসীরে আহসানুল বায়ান