২০ সূরাঃ ত্ব-হা | Ta-Ha | سورة طه - আয়াত নং - ১০১ - মাক্কী

২০ : ১০১ خٰلِدِیۡنَ فِیۡهِ ؕ وَ سَآءَ لَهُمۡ یَوۡمَ الۡقِیٰمَۃِ حِمۡلًا ﴿۱۰۱﴾ۙ

সেখানে তারা স্থায়ী হবে এবং কিয়ামতের দিন এটা তাদের জন্য বোঝা হিসেবে কতই না মন্দ হবে! আল-বায়ান

তারা এ অবস্থাতেই স্থায়ীভাবে থাকবে, কিয়ামাতের দিন এ বোঝা তাদের জন্য কতই না মন্দ হবে! তাইসিরুল

তাতে তারা স্থায়ী হবে এবং কিয়ামাত দিবসে এই বোঝা তাদের জন্য কত মন্দ! মুজিবুর রহমান

[Abiding] eternally therein, and evil it is for them on the Day of Resurrection as a load - Sahih International

১০১. সেটাতে তারা স্থায়ী হবে এবং কিয়ামতের দিন তাদের জন্য এ বোঝা হবে কত মন্দ!

-

তাফসীরে জাকারিয়া

(১০১) ঐ (পাপের শাস্তি)তে ওরা স্থায়ী হবে[1] এবং কিয়ামতের দিন এই বোঝা ওদের জন্য কত মন্দ হবে।

[1] না ওরা তা হতে বাঁচতে পারবে আর না পালাতে।

তাফসীরে আহসানুল বায়ান