২০ সূরাঃ ত্ব-হা | Ta-Ha | سورة طه - আয়াত নং - ৩৪ - মাক্কী

২০ : ৩৪ وَّ نَذۡكُرَكَ كَثِیۡرًا ﴿ؕ۳۴﴾

এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। আল-বায়ান

আর তোমাকে অধিক স্মরণ করতে পারি। তাইসিরুল

এবং আপনাকে স্মরণ করতে পারি অধিক। মুজিবুর রহমান

And remember You much. Sahih International

৩৪. এবং আমরা আপনাকে স্মরণ করতে পারি বেশী পরিমাণ।(১)

(১) অর্থাৎ হারূনকে উযীর ও নবুওয়াতে অংশীদার করলে এই উপকার হবে যে, আমরা বেশী পরিমাণে আপনার যিকর ও পবিত্রতা বর্ণনা করতে পারব। তিনি বুঝতে পারলেন যে, সমস্ত ইবাদাতের প্রাণ হচ্ছে যিকির। তাই তিনি তার ভাইকে সহ এটা করার সুযোগ দানের দো'আ করলেন। [সা'দী]

তাফসীরে জাকারিয়া

(৩৪) এবং তোমাকে স্মরণ করতে পারি অধিক।[1]

[1] এখানে উক্ত দু’আ করার কারণ বলা হয়েছে। যাতে এইভাবে তোমার পয়গাম পৌঁছে দেওয়ার সাথে সাথে বেশী বেশী তোমার তসবীহ-যিকরও করতে পারি।

তাফসীরে আহসানুল বায়ান