১১ সূরাঃ হূদ | Hud | سورة هود - আয়াত নং - ১০৪ - মাক্কী

১১ : ১০৪ وَ مَا نُؤَخِّرُهٗۤ اِلَّا لِاَجَلٍ مَّعۡدُوۡدٍ ﴿۱۰۴﴾ؕ

আর নির্দিষ্ট কিছুকালের জন্যই আমি তা বিলম্বিত করছি। আল-বায়ান

আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য তাকে বিলম্বিত করি মাত্র। তাইসিরুল

আর আমি ওটা শুধু সামান্য কালের জন্য স্থগিত রেখেছি। মুজিবুর রহমান

And We do not delay it except for a limited term. Sahih International

১০৪. আর আমরা তো কেবল নির্দিষ্ট কিছু সময়ের জন্যই সেটা বিলম্বিত করছি।

-

তাফসীরে জাকারিয়া

(১০৪) আর আমি ওটা নির্দিষ্ট একটি কালের জন্যই বিলম্বিত করছি। [1]

[1] অর্থাৎ, কিয়ামত সংঘটিত হওয়াতে দেরী হওয়ার একমাত্র কারণ হল যে, আল্লাহ তাআলা তার জন্য একটি সময় নির্ধারিত করে রেখেছেন। অতঃপর যখন সেই নির্ধারিত সময় এসে যাবে, তখন এক মুহূর্তের জন্যও বিলম্ব করা হবে না।

তাফসীরে আহসানুল বায়ান