কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

১১১ সূরাঃ আল-মাসাদ (লাহাব) | Al-Masad | سورة المسد - আয়াত নং - ৩ - মাক্কী

১১১ : ৩ سَیَصۡلٰی نَارًا ذَاتَ لَهَبٍ ۚ﴿ۖ۳﴾

অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে। আল-বায়ান

অচিরে সে প্রবেশ করবে লেলিহান শিখাযুক্ত আগুনে, তাইসিরুল

অচিরেই সে শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনে প্রবেশ করবে, মুজিবুর রহমান

He will [enter to] burn in a Fire of [blazing] flame Sahih International

৩. অচিরে সে দগ্ধ হবে লেলিহান আগুনে(১),

(১) অর্থাৎ কেয়ামতে অথবা মৃত্যুর পর কবরেই সে এক লেলিহান অগ্নিতে প্রবেশ করবে। তার নামের সাথে মিল রেখে অগ্নির বিশেষণ (ذَاتَ لَهَبٍ) বলার মধ্যে বিশেষ অলংকার রয়েছে। [আত তাহরীর ওয়াত তানওয়ীর]

তাফসীরে জাকারিয়া

৩। অচিরেই সে শিখাবিশিষ্ট (জাহান্নামের) আগুনে প্রবেশ করবে।

-

তাফসীরে আহসানুল বায়ান