কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৯৪ সূরাঃ আল-ইনশিরাহ | Ash-Sharh | سورة الشرح - আয়াত নং - ৭ - মাক্কী

৯৪ : ৭ فَاِذَا فَرَغۡتَ فَانۡصَبۡ ۙ﴿۷﴾

অতএব যখনই তুমি অবসর পাবে, তখনই কঠোর ইবাদাতে রত হও। আল-বায়ান

কাজেই তুমি যখনই অবসর পাবে, ‘ইবাদাতের কঠোর শ্রমে লেগে যাবে, তাইসিরুল

অতএব যখনই অবসর পাও সাধনা কর, মুজিবুর রহমান

So when you have finished [your duties], then stand up [for worship]. Sahih International

৭. অতএব আপনি যখনই অবসর পান তখনই কঠোর ইবাদাতে রত হোন।

-

তাফসীরে জাকারিয়া

৭। অতএব যখনই অবসর পাও, তখনই (আল্লাহর ইবাদতে) সচেষ্ট হও।[1]

[1] অর্থাৎ, নামায, তাবলীগ, অথবা জিহাদ থেকে যখনই অবসর পাও তখনই ইবাদত (দু’আ ও যিকরে)র জন্য সচেষ্ট হও। (যেহেতু ইবাদতের পর যিকরই বিধেয়।) অথবা এত বেশী আল্লাহর ইবাদত কর, যাতে তুমি ক্লান্ত হয়ে পড়।

তাফসীরে আহসানুল বায়ান