কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৯২ সূরাঃ আল-লাইল | Al-Lail | سورة الليل - আয়াত নং - ১১ - মাক্কী
৯২ : ১১ وَ مَا یُغۡنِیۡ عَنۡهُ مَا لُهٗۤ اِذَا تَرَدّٰی ﴿ؕ۱۱﴾
আর তার সম্পদ তার কোন কাজে আসবে না, যখন সে অধঃপতিত হবে। আল-বায়ান
যখন সে ধ্বংস হবে (অর্থাৎ মরবে) তখন তার (সঞ্চিত) ধন-সম্পদ কোনই কাজে আসবে না। তাইসিরুল
এবং তার সম্পদ তার কোন কাজে আসবেনা যখন সে ধ্বংস হবে। মুজিবুর রহমান
And what will his wealth avail him when he falls? Sahih International
১১. আর তার সম্পদ তার কোন কাজে আসবে না, যখন সে ধ্বংস হবে।(১)
(১) تردى এর শাব্দিক অর্থ অধঃপতিত হওয়া ও ধ্বংস হওয়া। অৰ্থাৎ একদিন তাকে অবশ্যই মরতে হবে। তখন দুনিয়াতে যেসব ধন-সম্পদে কৃপণতা করেছিল তা তার কোনও কাজে আসবে না। [মুয়াস্সার]
তাফসীরে জাকারিয়া১১। যখন সে ধ্বংস হবে, তখন তার সম্পদ তার কোনই কাজে আসবে না।[1]
[1] অর্থাৎ, যখন সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তখন এই মাল-ধন, যা সে আল্লাহর রাস্তায় ব্যয় করত না, তা সেদিন কোন কাজে আসবে না।
তাফসীরে আহসানুল বায়ান