কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৯২ সূরাঃ আল-লাইল | Al-Lail | سورة الليل - আয়াত নং - ৩ - মাক্কী

৯২ : ৩ وَ مَا خَلَقَ الذَّكَرَ وَ الۡاُنۡثٰۤی ۙ﴿۳﴾

কসম তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন। আল-বায়ান

আর শপথ তাঁর যিনি সৃষ্টি করেছেন পুরুষ ও নারী, তাইসিরুল

এবং শপথ নর ও নারীর যা তিনি সৃষ্টি করেছেন। মুজিবুর রহমান

And [by] He who created the male and female, Sahih International

৩. শপথ তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন—

-

তাফসীরে জাকারিয়া

৩। শপথ তাঁর যিনি নর-নারীর সৃষ্টি করেছেন। [1]

[1] এখানে আল্লাহ তাআলা নিজ সত্তার কসম খেয়েছেন। কেননা, তিনি হলেন নর-নারী উভয়েরই সৃষ্টিকর্তা। এ ক্ষেত্রে ما মাওসূলা الذي -এর অর্থে। আর ما মাসদারিয়া হলে অর্থ হবে, ‘শপথ নর-নারীর সৃষ্টির।’

তাফসীরে আহসানুল বায়ান