কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
security code

৮৮ সূরাঃ আল-গাশিয়া | Al-Ghashiya | سورة الغاشية - আয়াত নং - ১৩ - মাক্কী

৮৮ : ১৩ فِیۡهَا سُرُرٌ مَّرۡفُوۡعَۃٌ ﴿ۙ۱۳﴾

সেখানে থাকবে সুউচ্চ আসনসমূহ। আল-বায়ান

সেখানে থাকবে উন্নত মর্যাদাসম্পন্ন আসন, তাইসিরুল

তন্মধ্যে রয়েছে সমুচ্চ আসনসমূহ; মুজিবুর রহমান

Within it are couches raised high Sahih International

১৩. সেখানে থাকবে উন্নত(১) শয্যাসমূহ,

(১) এ উন্নত অবস্থা সার্বিক দিকেই হবে। এ সমস্ত শয্যা অবস্থান, মর্যাদা ও স্থান সবদিক থেকেই উন্নত। সাধারণত মানুষ এ ধরনের শয্যা পছন্দ করে থাকে। আল্লাহর বন্ধুরা যখন এ সমস্ত শয্যায় বসতে চাইবে, তখনি সেগুলো তাদের জন্য নিচু হয়ে আসবে। [ইবন কাসীর]

তাফসীরে জাকারিয়া

১৩। সেখানে রয়েছে সমুচ্চ বহু খাট-পালঙ্ক।

-

তাফসীরে আহসানুল বায়ান