কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৭৮ সূরাঃ আন-নাবা | An-Naba' | سورة النبإ - আয়াত নং - ২৫ - মাক্কী
৭৮ : ২৫ اِلَّا حَمِیۡمًا وَّ غَسَّاقًا ﴿ۙ۲۵﴾
ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া। আল-বায়ান
ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া; তাইসিরুল
উত্তপ্ত পানি ও পুঁজ ব্যতীত; মুজিবুর রহমান
Except scalding water and [foul] purulence - Sahih International
২৫. ফুটন্ত পানি ও পুঁজ ছাড়া(১);
(১) মূলে গাস্সাক শব্দ ব্যবহার করা হয়েছে। এর অর্থ হয়ঃ পুঁজ, রক্ত, পুঁজ মেশানো রক্ত এবং চোখ ও গায়ের চামড়া থেকে বিভিন্ন ধরনের কঠোর দৈহিক নির্যাতনের ফলে যেসব রস বের হয়, যা প্রচণ্ড দুৰ্গন্ধযুক্ত। [ইবন কাসীর]
তাফসীরে জাকারিয়া২৫। ফুটন্ত পানি ও (প্রবাহিত) পূঁজ ব্যতীত। [1]
[1] যা জাহান্নামীদের দেহ হতে নির্গত হবে।
তাফসীরে আহসানুল বায়ান