কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৭৮ সূরাঃ আন-নাবা | An-Naba' | سورة النبإ - আয়াত নং - ২৪ - মাক্কী
৭৮ : ২৪ لَا یَذُوۡقُوۡنَ فِیۡهَا بَرۡدًا وَّ لَا شَرَابًا ﴿ۙ۲۴﴾
সেখানে তারা কোন শীতলতা আস্বাদন করবে না এবং না কোন পানীয়। আল-বায়ান
সেখানে তারা কোন শীতল ও পানীয় আস্বাদন করবে না তাইসিরুল
সেখানে তারা আস্বাদন করতে পাবেনা কোন ঠান্ডা কিংবা (অন্য) কোন পানীয়- মুজিবুর রহমান
They will not taste therein [any] coolness or drink Sahih International
২৪. সেখানে তারা আস্বাদন করবে না শীতলতা, না কোন পানীয়—
-
তাফসীরে জাকারিয়া২৪। সেখানে তারা কোন ঠান্ডা (বস্তুর) স্বাদ গ্রহণ করতে পাবে না, আর কোন পানীয়ও (পাবে না);
-
তাফসীরে আহসানুল বায়ান