কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৭৮ সূরাঃ আন-নাবা | An-Naba' | سورة النبإ - আয়াত নং - ১৫ - মাক্কী
৭৮ : ১৫ لِّنُخۡرِجَ بِهٖ حَبًّا وَّ نَبَاتًا ﴿ۙ۱۵﴾
যাতে তা দিয়ে আমি শস্য ও উদ্ভিদ উৎপন্ন করতে পারি। আল-বায়ান
যাতে আমি তা দিয়ে উৎপন্ন করি শস্য ও উদ্ভিদ, তাইসিরুল
তদ্বারা আমি উদ্গত করি শস্য ও উদ্ভিদ, মুজিবুর রহমান
That We may bring forth thereby grain and vegetation Sahih International
১৫. যাতে তা দ্বারা আমরা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ,
-
তাফসীরে জাকারিয়া১৫। যাতে তা দিয়ে আমি উদ্গত করি শস্য ও উদ্ভিদ। [1]
[1] حب (শস্য) হল সেই সকল ফসল, যা খোরাকের জন্য গুদামজাত করে রাখা যায়; যেমন, গম, ধান, যব, ভুট্টা ইত্যাদি। আর نبات বা উদ্ভিদ হল শাক-সবজি এবং ঘাস-পাতা ইত্যাদি যা পশুতে ভক্ষণ করে থাকে।
তাফসীরে আহসানুল বায়ান