কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৭৮ সূরাঃ আন-নাবা | An-Naba' | سورة النبإ - আয়াত নং - ১৩ - মাক্কী
৭৮ : ১৩ وَّ جَعَلۡنَا سِرَاجًا وَّهَّاجًا ﴿۪ۙ۱۳﴾
আর আমি সৃষ্টি করেছি উজ্জ্বল একটি প্রদীপ। আল-বায়ান
এবং সৃষ্টি করেছি উজ্জ্বল প্রদীপ। তাইসিরুল
এবং সৃষ্টি করেছি একটি প্রদীপ্ত প্রদীপ। মুজিবুর রহমান
And made [therein] a burning lamp Sahih International
১৩. আর আমরা সৃষ্টি করেছি প্রোজ্জ্বল দীপ।(১)
(১) এখানে সূর্যকে উদ্দেশ্য করা হয়েছে, যা সমগ্ৰ পৃথিবীর মানুষের জন্য প্রজ্জ্বলিত প্ৰদীপ। [ইবন কাসীর]
তাফসীরে জাকারিয়া১৩। এবং সৃষ্টি করেছি একটি প্রদীপ্ত প্রদীপ (সূর্য)। [1]
[1] প্রদীপ্ত প্রদীপ বলে উদ্দেশ্য হল সূর্য। এখানে جعل অর্থ হল خلق। অর্থাৎ, তিনি সৃষ্টি করেছেন।
তাফসীরে আহসানুল বায়ান