কুরআনের আয়াতের অনুবাদ/তাফসীর 'টি ইমেইলে পাঠাতে নিচের ফর্মটি পূরণ করুন
৭৫ সূরাঃ আল-ক্বিয়ামাহ | Al-Qiyama | سورة القيامة - আয়াত নং - ৯ - মাক্কী
৭৫ : ৯ وَ جُمِعَ الشَّمۡسُ وَ الۡقَمَرُ ۙ﴿۹﴾
আর চাঁদ ও সূর্যকে একত্র করা হবে। আল-বায়ান
সুরুজ আর চাঁদকে একত্রে জুড়ে দেয়া হবে, তাইসিরুল
যখন সূর্য ও চাঁদকে একত্র করা হবে। মুজিবুর রহমান
And the sun and the moon are joined, Sahih International
৯. আর যখন সূর্য ও চাঁদকে একত্র করা হবে(১)—
(১) চাঁদের আলোহীন হয়ে যাওয়া এবং চাঁদ ও সূর্যের পরস্পর একাকার হয়ে যাওয়ার অর্থ, মুজাহিদ বলেন, দু'টিকে একত্রে পেচানো হবে। [আত-তাফসীরুস সহীহ]
তাফসীরে জাকারিয়া(৯) যখন সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে। [1]
[1] অর্থাৎ, জ্যোতিবিহীন হওয়াতে একরকম করা হবে। অর্থাৎ, চাঁদের মত সূর্যের জ্যোতিও শেষ হয়ে যাবে।
তাফসীরে আহসানুল বায়ান